বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত ১৭ বছর ধরে দেশের সাধারণ মানুষ কোনো কিছুর ভোট দিতে পারেনি এবং এখন ভোট দেওয়ার অধিকার ফিরে পেতে মরিয়া হয়ে রয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার কলমাকান্দার চানপুরে রামকৃষ্ণ আশ্রমে কুমারী পূজায় অংশগ্রহণের সময় তিনি এসব কথা বলেন। কায়সার কামাল বলেন, ‘পিআর নিয়ে যারা কথা বলছেন, তাদের অধিকাংশই জানে না পিআর কী। পিআরের জন্য দেশবাসী রক্ত দেয়নি, পিআর-এর নামে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না।’ তিনি আরো বলেন, ‘ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত—যেসব দেশ পার্লামেন্টারি ডেমোক্রেসি চালায়—ওদের কোনো দেশে পিআর পন্থা প্রয়োগ হয় না। আমাদের দেশে পিআর নিয়ে জামায়াতে ইসলামীসহ কিছু দল ধর্মীয় উন্মাদনায় অপপ্রচেষ্টা চালাচ্ছে, যাতে নির্বাচন বানচাল করা যায় — সেটি আমরা রোধ করব।’ কুমারী পূজা প্রসঙ্গে কায়সার কামাল বলেন, ‘নারীকে...