চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হার মানতে পারছেন না শোয়েব আখতার। এশিয়া কাপে ভারতের কাছে তিন ম্যাচই হেরেছে পাকিস্তান। অনেক আগেই পাক ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সাতটি পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু মহসিন নকভির বোর্ড সেগুলো এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিয়েছেন। শোয়েবের মতে, ভদ্র ছেলেদের খেলিয়ে ভারতকে হারানো যাবে না। পাক ক্রিকেটারদের মানসিকতাতেও বদলের দাবি জানান তিনি। এশিয়া কাপ ফাইনালের পর এক সংবাদমাধ্যমে শোয়েব বলেন, আমাদের বোর্ড এখন লালু-ভুলু ভদ্র ছেলে খুঁজছে। যারা চুপ করে থাকবে। সব মেনে নেবে। রাত ৮টা বাজলে ঘুমিয়ে পড়বে। এসব ছেলেদের খেলিয়ে ভারতকে হারানো যাবে না। এমন ক্রিকেটার দরকার যারা মানসিকভাবে শক্তিশালী। ভারতের বিরুদ্ধে লড়তে জানে। শুধু কথা না বলে কাজে করে দেখায়। এশিয়া কাপে পাকিস্তানের দল নিয়ে একেবারেই খুশি নন শোয়েব। তার মতে, দলের...