বাংলার প্রকৃতি ফুলের সমারোহে সমৃদ্ধ। এই ফুলেদের ভিড়েও নাগচাঁপা নিজের সৌন্দর্যের জন্য আলাদা করে চেনায়। আমাদের দেশে এটি নানা নামে পরিচিত—নাগচম্পা, নাগচাঁপা, বৃন্দাবন চাঁপা, পুদিকা চম্পা, প্রেমনলিনী, কমলিকা ইত্যাদি। নামের ভিন্নতা থাকলেও সৌন্দর্যে এর তুলনা বিরল। পাতার অগ্রভাগ নাগের ফণার মতো হওয়ায় এর নাম হয়েছে ‘নাগচম্পা’। সত্যিই ফুলগাছটির প্রতিটি পাতা প্রকৃতির এক অভিনব শিল্পকর্ম। আর যখন শাখা-প্রশাখার আগায় গুচ্ছ থোকায় ফোটে নাগচাঁপা, তখন তাকে উপেক্ষা করা দায়। সাদা পাপড়ির মাঝে কেন্দ্রজুড়ে ফুটে ওঠে হলুদের কোমল আভা। এই রঙের মিশ্রণ ফুলটিকে করে তোলে নয়নাভিরাম। আশ্চর্যের বিষয় হলো, সৌন্দর্যে এত সমৃদ্ধ এই ফুলের কোনো গন্ধ নেই। সাধারণত চাঁপা মানেই গন্ধে ভরিয়ে তোলা এক ফুলের কথা মনে আসে। কিন্তু নাগচাঁপা সেই ধারণাকে ভেঙে দেয়। সৌন্দর্যে মুগ্ধ করলেও গন্ধে কিছুই দেয় না। প্রকৃতির এই...