ভুল তথ্য সংশোধনের জন্য অনলাইনে বা সংশ্লিষ্ট নির্বাচন অফিসে আবেদন করতে হবে এবং প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। যেমন— 🔹 নাম, জন্মতারিখ বা বয়স সংশোধনের জন্য এসএসসি/সমমান সনদ, জন্মসনদ, নাগরিকত্ব সনদ বা অন্যান্য প্রমাণপত্র। 🔹 বিয়ে বা তালাক সংক্রান্ত সংশোধনের জন্য কাবিননামা, তালাকনামা ও স্বামী/স্ত্রীর এনআইডি কপি। 🔹 নামের বানান সংশোধনের জন্য এসএসসি সনদ, জন্মসনদ, পাসপোর্ট বা আদালতের হলফনামা। 🔹 রক্তের গ্রুপ পরিবর্তনের জন্য ডায়াগনস্টিক রিপোর্ট। সংশোধনের সব রেকর্ড নির্বাচন কমিশনের সেন্ট্রাল ডাটাবেজে সংরক্ষিত থাকবে। বয়স সংশোধনের ক্ষেত্রে তদন্ত ও প্রয়োজনে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সত্যতা যাচাই করা হবে। আইডি কার্ডে ভুলক্রমে অন্য কারও...