বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে এবার দ্বিধা তৈরি হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এক মন্তব্যে জোরালো হয়েছে জল্পনা—সাকিবের লাল-সবুজ জার্সিতে খেলার অধ্যায় কি তবে শেষ হয়ে গেল? ঘটনার সূত্রপাত হয় সাকিব আল হাসানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। গত রবিবার রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তিনি নিজের ফেসবুকে একটি পুরনো ছবি শেয়ার করেন। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। পরবর্তীতে আসিফ মাহমুদ ফেসবুকে লিখে জানান, “যার হাত ছাত্রজনতার রক্তে রঞ্জিত, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়ার প্রশ্নই ওঠে না।” একইসাথে তিনি ইঙ্গিত দেন, সাকিব আর কখনো জাতীয় দলে ফিরবেন না। সাকিবও পাল্টা প্রতিক্রিয়ায় জানান, “শেষমেষ কেউ একজন স্বীকার করলেন, আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া...