বিএনপির নেতাকর্মীরা মাঠে নামলে দুষ্কৃতকারীরা ভেসে যাবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি বলেছেন, একটা পক্ষ পিআর-টিআর করছে। এই দেশে এখন আর পিআর-টিআর দিয়ে কিছু হবে না।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণসংযোগ ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।জয়নুল আবেদীন বলেন, একটি দল সবসময় সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটেছে। তাই কেউ যেন ষড়যন্ত্রের হাতিয়ার না হন।তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে জয়নুল আবেদীন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই বার্তা পৌঁছে দিতে আমি এসেছি।শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় উৎসব। বিএনপি সবসময় ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করেছে এবং আগামীতেও তা বজায়...