ইসলামে পবিত্রতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীয়তের দৃষ্টিতে কারো ওপর গোসল ফরজ হলে তিনি অযুহীন বা অপবিত্র অবস্থায় গণ্য হন। এ সময়ে কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আলেমরা বলেছেন, গোসল ফরজ অবস্থায় নিম্নের পাঁচটি কাজ করা যাবে না— কুরআন তেলাওয়াত করা –গোসল ফরজ থাকা অবস্থায় কুরআনের কোনো আয়াত মুখে উচ্চারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। নামাজ আদায় করা –নামাজের জন্য পূর্ণ পবিত্রতা শর্ত। তাই গোসল না করলে কোনো সালাত আদায় করা বৈধ নয়। কুরআন শরীফ স্পর্শ করা –অযুহীন অবস্থায় যেমন কুরআন স্পর্শ করা নিষেধ, তেমনি গোসল ফরজ হলে তা আরও কঠোরভাবে নিষিদ্ধ। মসজিদে প্রবেশ করা –গোসল ফরজ থাকা অবস্থায় মসজিদে...