তেল ও ফুটবলের পর এবার সৌদি আরবের দৃষ্টি পড়ল ক্রিকেটে। দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল, এবার সেটাই বাস্তবে রূপ নিল। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি২০য়ের সঙ্গে হাত মিলিয়েছে সৌদি আরব ক্রিকেট ফেডারেশন । এর ফলে আগামী মৌসুম থেকেই সৌদি মাটিতে বসবে এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের আসর। শুধু পুরুষ ক্রিকেট নয়, নারীদের ম্যাচ আয়োজনের পরিকল্পনাও থাকছে, যা দেশটির ক্রীড়া ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত।আইএলটি২০ এবং সৌদি ক্রিকেট ফেডারেশনের বাণিজ্যিক সংস্থা ক্রিকেট ইনভেস্টমেন্ট কোম্পানি যৌথভাবে ক্রিকেটের প্রসার, অবকাঠামো উন্নয়ন এবং প্রতিভা গড়ে তোলার কাজ করবে। আগামী ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া নতুন মৌসুম থেকেই কার্যকর হবে এই চুক্তি।ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে, সৌদি আরবের খেলোয়াড়দের জন্য সরাসরি আইএলটি২০তে অংশ নেওয়ার পথ খুলে দেওয়া হবে। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া প্লেয়ার নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির...