ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ইকোনমিকস বিভাগ এবং ইউআইইউ জুনিয়র ইকোনমিস্টস ফোরাম (জেইএফ) আয়োজিত “ইউআইইউ ইকোন ফেস্ট ২০২৫” শিরোনামে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা, অনুপ্রেরণামূলক বক্তৃতা এবং একটি রোমাঞ্চকর ফুটবল ম্যাচসহ বিভিন্ন বিষয়ে দিনব্যাপী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের চীফ ইকোনমিস্ট প্রফেসর ড. আখতার হোসেন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন চীফ ইকোনমিস্ট প্রফেসর ড. এম. আখতারুজ্জামান এবং ইআইইই অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আলী আশরাফ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব প্রদান করেন ইউআইইউ’র অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। ইকন ফেস্ট ২০২৫ -এর প্রথম অধিবেশনে ইউআইইউ অর্থনীতি বিভাগের উপর একটি উপস্থাপনা এবং শিক্ষকবৃন্দ, প্রাক্তন শিক্ষার্থীরা এবং বিশিষ্ট অতিথিরা অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।...