চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছা উপজেলার কুঠিপাড়ায় অবস্থিত দারুল আনোয়ার নূরানী হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র পড়ানোর নামে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে মাদ্রাসা প্রধান আবু জারের বিরুদ্ধে। তার অত্যাচারে এর আগে একাধিক ছাত্র মাদ্রাসা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানা গেছে। অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত মারধর ও ভয়ভীতির কারণে প্রায়ই ছাত্ররা পালিয়ে যায় ওই মাদ্রাসা থেকে। গত ২৮ আগস্ট বৃহস্পতিবার একই কারণে পালিয়ে যায় যশোরের ঝিকরগাছা উপজেলার শ্রীচন্দ্রপুর গ্রামের প্রবাসী ইয়াছিন আলীর ছেলে জুনাইদ (১৩), ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামের আমির হোসেনের দুই ছেলে হৃদয় (১১) ও নিহাদ (৮)। পরে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানালে হৃদয় ও নিহাদকে অভিভাবকরা মাদ্রাসা থেকে সরিয়ে নেন। কিন্তু জুনাইদকে তার মায়ের আপত্তি সত্ত্বেও আবু জার জোরপূর্বক বাড়ি থেকে মাদ্রাসায় নিয়ে আসেন। অতিরিক্ত ভয়ভীতির কারণে সম্প্রতি জুনাইদ গুরুতর...