পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং একবার ব্যবহারযোগ্য প্যাকেজিং কমানোর উদ্যোগ নিয়েছে হস্ত ও কারুশিল্প ব্যবসায় প্রতিষ্ঠান আড়ং। সেই থেকে কেনাকাটার পর এখন আর বিনামূল্যে শপিং ব্যাগ দেয় না প্রতিষ্ঠানটি। গত ১ সেপ্টেম্বর থেকে আড়ং সিদ্ধান্ত নেয়, কাগজের ব্যাগের জন্য গ্রাহকদের কাছ থেকে নির্দিষ্ট মূল্য পরিশোধ করতে হবে অথবা নিজের ব্যাগ সঙ্গে আনতে হবে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। এ ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যে আড়ংকে লিগ্যাল নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্রেতারা জানাচ্ছেন, টাকা দিয়ে আড়ংয়ের কাগজের ব্যাগ কিনে তাদের ব্র্যান্ডিং করতে রাজি নন তারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা পুরোনো নিয়ম অনুযায়ী আড়ংয়ের শপিং ব্যাগ ফ্রিতে দিতে হবে। নয়তো বয়কট করবেন তারা। আড়ংয়ের ব্যাগের মূল্য নিয়ে তরুণ প্রজন্মের জনপ্রিয় লেখক মোহাম্মদ...