ময়মনসিংহের তারাকান্দায় এক বৃদ্ধের মাথার চুল ও দাড়ি জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার পর পুলিশের অভিযানে একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম মজনু তালুকদার (৪৫)। তিনি উপজেলার কামারিয়া ইউনিয়নের সাধুপাড়া গ্রামের মৃত রজব আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি মামলার এজাহারনামীয় একজন আসামি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. টিপু সুলতান গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামিকে আগামীকাল (১ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ভুক্তভোগী হালিম উদ্দিন তালুকদারের বড় ছেলে শহীদ মিয়া আকন্দ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা করে তারাকান্দা থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ঘটে কোরবানির ঈদের কয়েক দিন আগে, যখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি...