এশিয়া কাপের ফাইনাল খেলেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন হতে না পারলেও ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেছে তারা। এটাকে কী খুব বড় ব্যর্থতা বলা যায়? আপাতদৃষ্টিতে বলা না গেলেও, এবার পাকিস্তান দলকে চরমভাবে ব্যর্থ বলতে হবে। কারণ, পুরো টুর্নামেন্টে তিনবার ভারতের মুখোমুখি হয়ে তিনবারই হারতে হয়েছে তাদেরকে। সুতরাং, এশিয়া কাপে পাকিস্তানকে যারপরনাই ব্যর্থই বলতে হবে। সবচেয়ে বড় কথা, ভারতের সঙ্গে বৈরিতা শুধু খেলার মাঠেই নয়, খেলার স্পিরিট ছাড়িয়ে ক্রিকেট লড়াইটা রাজনৈতিকও হয়ে উঠেছে। সে জায়গায় মুখে যতই বিরোধ দেখাক না কেন, মাঠের খেলায় জিততে না পারাটা চরম ব্যর্থতা। এ জায়গায় তিন ম্যাচেই ভারতের কাছে হেরে মুখে চুন-কালি মেখেছে পাকিস্তানি ক্রিকেটাররা। পরাজয়ের পর পুরো ভারত যেভাবে বিদ্রুপ করেছে পাকিস্তানিদের, তাতে তাদের হৃদয়ে আগুন জ্বলে ওঠার কথা; কিন্তু ক্রিকেটাররা হেরে যাওয়ার কারণে সেই আগুন প্রকাশও করতে...