৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম যে বয়স ব্যাট-প্যাড তুলে রাখার, সেই ৩৮ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন আসিফ আফ্রিদি। এই স্পিনিং অলরাউন্ডারকে নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সোমবার ঘোষিত ১৮ সদস্যের এই প্রাথমিক দলে নতুন মুখ আছে আরও দুটি- ফয়সাল আকরাম ও রোহাইল নাজির। দুজনেই অবশ্য পাকিস্তানের হয়ে তিনটি করে টি-টোয়েন্টি খেলেছেন। তবে টেস্ট দলে এবারই প্রথম। আগামী ১২ অক্টোবর থেকে লাহোরে শুরু দুই ম্যাচের এই টেস্ট সিরিজ। এই সফরের মাধ্যমে ১৭ বছর পর ফয়সালাবাদে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। যে কারণে দক্ষিণ আফ্রিকার এই সফরটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে। এর মাধ্যমে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ২০২৫-২৭ এর নতুন চক্র শুরু করতে যাচ্ছে পাকিস্তান।...