৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় কুমিল্লায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ১৫ লক্ষাধিক শিশু-কিশোরের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করে জেলা সিভিল সার্জন ডা, আলী নূর মোহাম্মদ বশির বলেছেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ, যা অপরিচ্ছন্ন খাবার ও পানির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শিশু-কিশোররা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। তাই নির্ধারিত বয়সী প্রতিটি শিক্ষার্থীর জন্য টাইফয়েড টিকা গ্রহণ করা জরুরি। বাংলাদেশে টাইফয়েড সংক্রমণের ঝুঁকিতে সবচেয়ে বেশি থাকে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোররা। এ বয়সী সবাইকে এক ডোজ টিসিভি টিকা দেওয়া হলে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত হবে। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রচার বাড়াতে হবে। এ বিষয়ে গুজব প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে...