পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগতভাবে এনসিপি শাপলা প্রতীক পায়। তবে তা আদায়ে যদি রাজপথ বা আদালতে যেতে হয় আমরা যাবো। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের হুদুপাড়া শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। সারজিস বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা একটা দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই সনদের আমরা আইনগত ওই ভিত্তিটা চাই যেটার মধ্য দিয়ে আমাদের মৌলিক সংস্কারগুলো বাস্তবায়ন হবে। সারজিস আরো বলেন, ভারতীয় মিডিয়াগুলো প্রোপাগান্ডা সেল তৈরী করে দেশে গুজব ছড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। মন্দিরের যে খাস জমিগুলো আছে যেখানে প্রতিমা বিসর্জ্জন দেয়া হয়। সেগুলো অভ্যূত্থানের আগে তো অনেক হয়েছে, পরবর্তীতে সেগুলো কিছু কিছু লোক ক্ষমতার অপব্যবহার করে...