ইন্দোনেশিয়ায় নির্মাণাধীন একটি স্কুল ভবনের ধসের ঘটনায় তিনজন মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে বহু শিক্ষার্থী ও শ্রমিক। তাদেরকে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে উদ্ধারকর্মীরা। সোমবার ২৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় একটি নির্মাণাধীন স্কুল ভবন ধসে এ ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। প্রতিবেদনে বলা হয়, ধসে পড়া ওই স্কুল ভবনে এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ৯৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়াও সেখানে আটকা পড়া ৩৮ জনকে খুঁজে বের করার জন্য তৎপরতা চলছে আজও। আটকে...