৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় সেনার সদর দফতরের কাছে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণ হল মঙ্গলবার। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলি জানাচ্ছে, কোয়েটায় জারগুন রোডে পাক সেনার ফ্রন্টিয়ার কোর (এফসি)-এর সদর দফতরের কাছে বিস্ফোরণ হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩২ জন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঘটনাটির নিন্দা জানিয়েছেন। এ ঘটনার জন্য ‘ভারত-সমর্থিত সন্ত্রাসী’ গোষ্ঠীকে দায়ী করেছেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি কোয়েটায় সংঘটিত আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, যা ‘ফিতনা-আল-খারিজ’—ভারতের ইশারায় পরিচালিত পথভ্রষ্ট উগ্রপন্থিরা— ঘটিয়েছে। ‘ফিতনা-আল-খারিজ’ শব্দটি পাকিস্তান সরকার কর্তৃক নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহার করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট...