দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও ভারতীয় দলের হাতে ওঠেনি ট্রফি। ম্যাচ–পরবর্তী আনুষ্ঠানিকতায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেটাররা। আয়োজক সংস্থা ও এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের আপত্তি সত্ত্বেও নাকভি নিজে ট্রফি দেওয়ার ব্যাপারে অনড় থাকেন। ফলে ভারতীয় দল ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করে দেশে ফেরে।বিসিসিআই অভিযোগ তোলে, তাদের জেতা ট্রফি আর খেলোয়াড়দের পদক নাকভি হোটেলে নিয়ে গেছেন। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দাবি করেন, ট্রফি ও পদক যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে। এখন বড় প্রশ্ন—ভারত আসলে কবে, কীভাবে পাবে নিজেদের প্রাপ্য ট্রফি আর পদক? নিউজ পোর্টাল ক্রিকবাজ জানাচ্ছে, ট্রফি ও পদক ফিরিয়ে দেওয়ার জন্য নাকভি একটি শর্ত দিয়েছেন। তিনি বলেছেন,...