আবারও দেখা হচ্ছে ভারত-পাকিস্তানের। আগামী রোববার শ্রীলংকার রাজধানী কলম্বোয় নারীদের ওয়ানডে বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। রাজনৈতিক বৈরিতার কারণে বিশ্বকাপ ম্যাচ খেলতে ভারতে দল পাঠায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যে কারণে ফাতিমা সানার নেতৃত্বাধীন দল ভারতের সঙ্গে শ্রীলংকায় মুখোমুখি হবে। গত ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান পুরুষ ক্রিকেট দল। এশিয়া কাপের এবারের আসরে তিনবারের দেখায় পাকিস্তান হেরে যায় ভারতের বিপক্ষে। টুর্নামেন্টে তিন ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে। এমনকি, চ্যাম্পিয়ন হওয়ার পরও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পাকিস্তানি হওয়ায় মহসিন নকভির কাছ থেকে ট্রফি নেয়নি ভারত। যে কারণে ট্রফি নিয়ে হোটেলে ফিরে যান এসিসি সভাপতি মহসিন নকভি। এখন সেই ট্রফি ফিরে পেতে আকুতি-মিনতি করছে ভারত। যদিও...