বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পরাজিত, পলাতক ও পতিত ফ্যাসিস্ট শক্তি। তাদের নেতাকর্মী ও সমর্থকেরা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এসব কথা বলেন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পুলিশের থানা খালি হয়ে যাওয়ার পর এক বছরের ব্যবধানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ছিল বড় চ্যালেঞ্জ। তবে এখন পুলিশ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা অর্জনে কাজ করছে। তার ভাষায়,“আমরা সক্ষম, পারব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।” সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, যেখানে মোহাম্মদপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ সফল হয়নি, সেখানে জাতীয় নির্বাচনের মতো বৃহৎ আয়োজন কীভাবে সম্ভব...