‘গুজবে কান দেয়া যাবে না, যদি বুঝতে না পারি তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাব’ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। শরীয়তপুর:ডামুড্যা শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি বলেন, এবার জেলা নিশ্ছিদ্র ৩ তিন স্তরের নিরাপত্তার মধ্যে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯ টায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সরকারি কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, ডামুড্যা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকসহ ডিবি ব্রাঞ্চের সদস্যবৃন্দ।এ সময় পুলিশ সুপার নজরুল ইসলাম পুলিশ সুপার হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, জেলায় এ বছরে মোট ১০১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গা উৎসব পালন হচ্ছে। প্রতিটা উপজেলার পূজা মণ্ডপে পুলিশ,...