কুর্মিটোলা জেনারেল হাসপাতাল দেশের স্বাস্থ্যসেবায় নতুন মানদণ্ড স্থাপন করবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. সায়েদুর রহমান। তিনি বলেন, এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি পূর্ণাঙ্গ সিভিল (বেসামরিক) হাসপাতাল। এটি বাংলাদেশি নাগরিকদের জন্য শতভাগ উন্মুক্ত। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হাসপাতালে ‘সিপিআর ফর প্রফেশনাল’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. সায়েদুর রহমান। ডা. মো. সায়েদুর রহমান বলেন, ২০১২ সালের ১৩ মে উদ্বোধনের পর থেকে জরুরি বিভাগ, বহির্বিভাগ (ওপিডি) ও ডায়াগনস্টিক পরিষেবাগুলো ২৪ ঘণ্টা খোলা থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন অন্য কোনো হাসপাতাল যেখানে ২৪/৭ প্যাথলজিক্যাল সেবা দিতে পারেনি, কুর্মিটোলা হাসপাতাল সেখানে দিন-রাত নিরবচ্ছিন্নভাবে এই সেবা প্রদান করে থাকে। কুর্মিটোলা হাসপাতালের পরিচালক বলেন, আমরা ২৪/৭ শুধু প্যাথলজিক্যাল সেবা নয়, আমরা মাত্র ৪৭০ টাকায় ডায়ালাইসিস সেবা দিয়ে...