৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম কক্সবাজারের টেকনাফ নাফ নদীর সীমান্ত দিয়ে প্রতিনিয়ত মিয়ানমার থেকে আসছে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকের চালান। এসব মাদক বাণিজ্য বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে আইনশৃঙ্খলা বাহিনী। সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী তাদের নীতির ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চব্বিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দৈনিক ইনকিলাবকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক। গতকাল কেরুনতলি এলাকায় একটি সিএনজিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কোস্ট গার্ডের এক সদস্য জানান— মাদকের ক্ষেত্রে আমরা আপোষহীন। সীমান্ত দিয়ে প্রতিদিন কোন কোনভাবেই মাদক ঢুকছে বাংলাদেশে। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এসব পাচারকারীরা ধরাও পড়ছে। কিন্তু মূলহোতা ধরাছোঁয়ার বাহিরে...