নেত্রকোনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মন্দির গুলো নিরাপত্তা ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন র্যাব সদস্যরা। মঙ্গলবার বিকেলে মহাঅষ্টমীর আনুষ্ঠানিকতা দেখতে নেত্রকোনা পৌর শহরের সাতপাই শ্রী শ্রী সর্বব মঙ্গলা দেবী কালি মাতার মন্দির প্রাঙ্গনে আসেন র্যাব ১৪ এর এডিশনাল ডিআইজি অধিনায়ক নয়মুল হাসান। ঘুরে দেখেন মন্দিরের বিভিন্ন মন্ডপ। এ সময় মন্দির কর্তৃপক্ষের মাঝে উপহার তুলে দিয়ে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পরে শহরের সাতপাই শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরেও পরিদর্শন করেন। এ সময় র্যাব পাশাপাশি ছিলেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনাজ, নেত্রকোনা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পন্ডিত। ময়মনসিংহ র্যাব ১৪ এর এডিশনাল ডি আই জি অধিনায়ক নয়মুল হাসান জানান, " র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন পোশাকি ডিপলয়মেন্টের চেয়ে গোয়েন্দা নজরদারিতে বেশি বিশ্বাস করে।...