‘শুভ কাজে সবার পাশে’ থাকার প্রত্যয় নিয়ে ফেনীর ফুলগাজী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন তানজিদ উদ্দিন শুভ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৭ সদস্যবিশিষ্ট এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়। সাংবাদিক সিদ্দিক আল মামুন, লিয়াকত আলী আরমান, আজিজ উল্লাহ আহমদী, মোহাম্মদ ফয়েজ উল্লাহ ও দেলোয়ার হোসেনকে উপদেষ্টা করে বসুন্ধরা শুভসংঘ ফুলগাজী উপজেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘ ফুলগাজীর উপজেলা শাখার নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আর এ চৌধুরী রাহাত, বদিউল আলম রকি, আব্দুর রহিম বাবু, মু. রায়হান উদ্দিন, আতিক ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ, হাসান মাহমুদ, ইশতিয়াক রসুল সানবিন, আজাদ হোসেন,...