সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঐতিহ্যবাহী সোনার বাংলা পাবলিক হাই স্কুল এর প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।বসুন্ধরা শুভসংঘের নেতৃবৃন্দের নেতৃত্বে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একযোগে বৃক্ষরোপণে অংশ নেন। বৃক্ষরোপণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা জামাতের আমির ড. হারুনুর রশিদ ধরার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ইউপি সদস্য কামরুল ইসলাম। এছাড়া সোনার বাংলা পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক কবির মাস্টার, বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি সাংবাদিক মামুন মুন্সি এবং সমাজসেবক মনির হোসেনসহ এলাকার নানা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন। বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচী মূলত পরিবেশ রক্ষায় জনগণের সচেতনতা বৃদ্ধি এবং গাছের গুরুত্বের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। বসুন্ধরা শুভসংঘের উপজেলা সভাপতি...