নির্বাচন কমিশনের (ইসি) যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধনের জন্য যোগ্য ঘোষণা করা হয়েছে। শিগগিরই এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। আজ মঙ্গলবার বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ কথা জানান। এ সময় তিনি জানান, এ ছাড়া ইসির নজরে রাখা হয়েছে ৩টি দল—বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)। সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভোলপমেন্ট পার্টি, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা ও জনতা পার্টি বাংলাদেশ–এই ৯টি দলকে নিবন্ধন দেয়ার ক্ষেত্রে মাঠপর্যায়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে মাঠপর্যায়ে তদন্তকৃত ২২ দলের মধ্যে ৭টি দলের আবেদন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া...