নিজস্ব প্রতিবেদক : নাসা গ্রুপের শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা সমঝোতা চুক্তি অনুযায়ী দ্রুত পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া জানান, শ্রমিকদের অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিক, মালিক ও সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় নাসা গ্রুপ তাদের শ্রমিকদের পাওনা পরিশোধে অঙ্গীকার করেছে। সভায় জানানো হয়, শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য নাসা গ্রুপকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ফান্ড সংগ্রহ করতে হবে। সব ধরনের পাওনা বিকাশ, নগদ, রকেট বা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে। যেসব শ্রমিকের এখনো এসব অ্যাকাউন্ট নেই, তাদের একটি বিস্তারিত তালিকা তৈরি করে আগামী ১০ অক্টোবরের মধ্যে অ্যাকাউন্ট...