কুমিল্লায় বেবি ট্যাক্সি চালক জসিম উদ্দিন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ৫ম আদালতের বিচারক ফরিদা ইয়াসমিন এই রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এনামুল হক সরকার রায়ের তথ্য জানিয়েছেন।আরো পড়ুন:সিলেটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, পরে কারাদণ্ডকুমিল্লা কারাগারে হাজতির প্রক্সি দিতে এসে যুবক ধরা সিলেটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা, পরে কারাদণ্ড এনামুল হক সরকার বলেন, ‘‘যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মোবারক হোসেন, আবদুল মালেক ও নুরুল ইসলাম। মামলার শেষ পর্যায়ে এসে তারা পালিয়ে যান। তাদের বিরুদ্ধে এখনো গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।’’ মামলার আসামি আব্দুল মান্নান ও সাইফুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।...