বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দীন বলেছেন, দেশের অর্থ পাচার করে বিদেশে নিয়ে যাওয়া ১০-১২টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিহ্নিত করেছে সরকার। এসব কুলাঙ্গারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তবে ঢালাওভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা ঠিক হবে না। এতে ব্যাংকিং ব্যবস্থার ওপর এক ধরনের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত ‘মাসিক সামষ্টিক অর্থনীতি পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও ব্যাংক একীভূতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। ড. ফরাসউদ্দীন বলেন, বর্তমান সরকার অনেক ভালো কাজ করছে। আমাদের সবার উচিত এসব ভালো কাজকে উৎসাহ দেওয়া। যদিও সম্প্রতি দেশে দুর্নীতি বেড়েছে, তবে হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতির মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দেশের...