নিজস্ব প্রতিবেদক : উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের মালিক খায়রুল বাশার বাহারের নামে থাকা প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি বলেন, “খায়রুল বাশার শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার সুযোগের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। প্রাথমিক তদন্তে প্রতারণার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় ২০২৫ সালের ৪ মে গুলশান থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয় তার বিরুদ্ধে। এরপর ১৪ জুলাই তাকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে সিআইডি।” সিআইডির অনুসন্ধানে জানা গেছে, প্রতারণার মাধ্যমে আদায়কৃত অর্থে রাজধানীর বিভিন্ন এলাকায় ১২২ দশমিক...