৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, বিগত সময়ে একটি দল ধর্মীয় বিবেদ সৃষ্টি করে রাজনৈতিক সুবিধা হাছিল করতো। ৫ই আগস্ট এর পরে ধর্মীয় কোন বিভেদ সৃষ্টি হয়নি, তবে একটি পক্ষ এখনো দেশে ধর্মীয় বিবেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের সবাইকে খুবই সতর্ক থাকতে হবে, তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলে এই বিভেদ থাকবে না। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা খিদিরপারা ইউনিয়নের পিংরাইল পূজা মন্ডপ পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় কালে তিনি এ কথা বলেন৷ যুগ্ম মহাসচিব আরো বলেন হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার মাঝে ভ্রাতৃত্বের বন্ধন...