৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম বরিশালে শরতে তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৬ ডিগ্রি ওপরে উঠে যাবার মধ্যেই প্রায় ৮ মিলিমিটার বৃষ্টিপাতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে। তবে গত সপ্তাহখানেক ধরে দুঃসহ তাপপ্রবাহের মধ্যেই চাহিদার ২০-২৫ ভাগ বিদ্যুৎ ঘাটতিতে বরিশাল ও সন্নিহিত এলাকার জনজীবনে সীমাহীন দুর্ভোগ অব্যাহত রয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে প্রায় ৮ মিলিমিটার বৃষ্টিপাতে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে। একাধিক উৎপাদন ইউনিট বন্ধ থাকার রেশ ধরেই গত সপ্তাহখানেক ধরে বরিশাল অঞ্চলেও বিদ্যুৎ ঘাটতি জনজীবনে নতুন দুর্ভোগ সৃষ্টি করছে। পল্লী এলাকায় সন্ধ্যার আগেই লোডশেডিং-এর খড়গ নেমে এলও বরিশাল মহানগরীতে রাত ১১টা থেকে ভোররাত পর্যন্ত একের পর এক এলাকা অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। ঘুটঘুটে অন্ধকারের সাথে দুঃসহ গরমে জনজীবনে চরম...