মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মামলা নিষ্পত্তি করতে ২৪.৫ মিলিয়ন ডলার (২৯৮ কোটি টাকা) ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে দাঙ্গার পর ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছিল। এ ঘটনায় করা মামলার প্রেক্ষিতে এই সমঝোতা হলো। খবর সিএনবিসির।যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট কোর্টে সোমবার জমা দেওয়া নথিতে বলা হয়েছে, এই সমঝোতা ইউটিউব বা তাদের সংশ্লিষ্ট পক্ষগুলোর দায় স্বীকার হিসেবে গণ্য হবে না।২০২১ সালের মাঝামাঝি সময়ে ইউটিউব, ফেসবুক ও টুইটার কর্তৃক অ্যাকাউন্ট স্থগিতের পর ট্রাম্প আলাদা আলাদা মামলা করেছিলেন। অভিযোগ ছিল, এসব প্ল্যাটফর্ম তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবস্থা নিয়েছিল এবং তাকে মতপ্রকাশের অধিকার থেকে বঞ্চিত করেছিল।ট্রাম্প গত নভেম্বরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে জানুয়ারিতে আবার হোয়াইট হাউসে ফেরার পর থেকেই বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একে একে তার সঙ্গে সমঝোতায় যাচ্ছে। এ...