লন্ডনের ট্যাভিস্টক স্কয়ারে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই ঘটনাটি সামনে আসে, ঠিক কয়েকদিন পরই সেখানে পালিত হওয়ার কথা ছিল গান্ধী জয়ন্তীর আনুষ্ঠানিকতা। ঘটনাটিকে ভারতের পক্ষ থেকে ‘লজ্জাজনক ও নিন্দনীয়’ বলে আখ্যায়িত করা হয়েছে।মূর্তিটির পাদদেশে কিছু আপত্তিকর গ্রাফিতি পাওয়া গেছে। গান্ধীর ধ্যানমগ্ন ভঙ্গিমার ব্রোঞ্জের এই ভাস্কর্যটি ১৯৬৮ সালে ট্যাভিস্টক স্কয়ারে স্থাপন করা হয়েছিল। ভারতের হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ইতোমধ্যেই মূর্তি পুনরুদ্ধারে কাজ চলছে।লন্ডনে ভারতীয় হাইকমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুরের ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এটি কেবল ভাঙচুর নয়, বরং গান্ধীর অহিংসার দর্শনের ওপর আক্রমণ। আন্তর্জাতিক অহিংসা দিবসের মাত্র তিন দিন আগে এমন ঘটনা ঘটায় বিষয়টি আরও বেদনাদায়ক।’প্রতি বছর ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে এই স্থানে...