দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয় বরং এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জামান সিদ্দিকী। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরার সীমান্তবর্তী ভোমরা স্থলবন্দরে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। এছাড়া পূণ্যার্থীদের শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের নিশ্চয়তা দেন তিনি। মো. আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বাঙালির প্রতিটি উৎসব সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে পালন করে। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয় বরং এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ও মিলনমেলার প্রতীক। আমরা চাই এ আনন্দ উৎসবের অংশীদার হোক সবার জীবন। তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব শুধু সীমান্ত পাহারা দেওয়া নয় বরং মানুষের নিরাপত্তা...