মুন্সীগঞ্জ সদরের চরকিশোরগঞ্জের মোল্লার চরের কাছে মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ জেলের ভাসমান মরদেহ ৩১ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। নিহত জেলে মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা মো. শরিফ (৩২)।আরো পড়ুন:মেঘনায় সাড়ে ১৮ হাজার সিমেন্টের বস্তা নিয়ে ডুবল জাহাজমেঘনায় ভেসে উঠল নিখোঁজ ফরহাদের মরদেহ মেঘনায় সাড়ে ১৮ হাজার সিমেন্টের বস্তা নিয়ে ডুবল জাহাজ মঙ্গলবার (৩১ সেপ্টেম্বর) দুপুর ১টায় তার মরদেহ উদ্ধার করা হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় ছয় জেলেসহ ইঞ্জিনচালিত একটি মাছ ধরার ট্রলার। পরে পাঁচজন সাঁতরিয়ে তীরে আসলেও নিখোঁজ হন মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুরের বাসিন্দা মো. শরিফ (৩২)। তিনি জানান, এ ঘটনার পর থেকে উদ্ধার...