কর্পোরেট ডেস্ক: টেকনাফ পৌরসভার প্রাণকেন্দ্রে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সর্বোত্তম ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) ১৮৬তম উপশাখা উদ্বোধন করা হয়েছে। আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতের লক্ষ্যে এ উপ-শাখা উদ্বোধন করা হয়। ইউসিবির হেড অফ ডিস্ট্রিবিউশন এন্ড স্ট্রাটেজি মোহাম্মদ রিদওয়ানুল হক এবং ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জীশান কিংশুক হকের উপস্থিতিতে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক ও রাজনীতিবিদ মোঃ আবদুল্লাহ। এছাড়া ইউসিবির বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সম্মানিত গ্রাহকদের উপস্থিতিতে উপ-শাখার উদ্বোধন করা হয়। মোহাম্মদ রিদওয়ানুল হক বলেন, ইউসিবির ৪১৫টিরও বেশি বিস্তৃত শাখা ও উপ-শাখার নেটওয়ার্ককে আমরা আরও বৃদ্ধি করতে চাই। তিনি গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা ও স্বচ্ছতার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করেন। শাখার...