আসন্ন দুর্গাপূজার সরকারি ছুটিতেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হবে না। এ বিষয়ে জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার ছুটির দিনগুলোতে সীমিত আকারে কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম চালু থাকবে। এর লক্ষ্য হলো— দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য যাতে কোনোভাবেই স্থবির না হয়। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যাতে বাণিজ্য কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলতে পারে। এর আগে ঈদুল ফিতরের ছুটির সময়ও একইভাবে সীমিত পরিসরে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন খোলা রাখা হয়েছিল। সরকারি...