সরকারি স্বাস্থ্যসেবা খাতে শূন্য পদ পূরণে ৪৮তম (বিশেষ) বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসকদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে নিয়োগপ্রত্যাশী সাধারণ চিকিৎসক ফোরাম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। নিয়োগপ্রত্যাশী চিকিৎসকদের অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে নিয়োগ বঞ্চিত চিকিৎসক ডা. শাদমান সাকিব রাফি বলেন, বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ১২ হাজার ৯৮০টি চিকিৎসক পদ শূন্য রয়েছে। এতে করে তৃণমূলের মানুষ পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাচ্ছে না। যদিও বিত্তশালীরা বেসরকারি বা বিদেশে চিকিৎসা নিতে পারছেন, তবে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার উপরই নির্ভরশীল। তিনি বলেন, ৪৪তম থেকে ৪৬তম বিসিএসের নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থাকায় প্রায় ১ হাজার ৫০০ প্রার্থী ৪৮তমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এ কারণে নিয়োগপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রার্থী পরবর্তী সময়ে সিনিয়রিটি...