জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে দাপট অব্যাহত রেখেছে ঢাকা বিভাগ। এবার তারা হারিয়েছে রাজশাহী বিভাগকে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা জয় পেয়েছে ২৮ রানে। চার ম্যাচ খেলে পণ্ড হওয়া এক ম্যাচ বাদে বাকি তিনটিতেই জয় পেয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দলটি। এর আগে দিনের প্রথম ম্যাচে সিলেটকে ২৩ রানে হারায় ঢাকা মেট্রো। এদিন অবশ্য ব্যাটিংয়ে তেমন একটা সুবিধা করতে পারেনি ঢাকা। আশিকুর রহমান শিবলী ও রায়ান রহমানের জুটিতে শুরুতেই আসে ৫০ রান। পরের দিকে হাল ধরেন মাহিদুল ইসলাম অংকং। ২০ বলে ৪ ছক্কায় ৩৫ রান করেন তিনি। শেষ দিকে ২ ছক্কায় সুমন খানের ৫ বলে ১৪ রানের ক্যামিওতে ৯ উইকেট হারিয়ে ১৫০ রানের পুঁজি পায় ঢাকা। জবাবে এই রানটাই যথেষ্ট প্রমাণিত হয় রাজশাহী বিভাগের ব্যাটসম্যানদের ব্যর্থতায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন...