গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জেনেভায় জাতিসংঘের জেনেভা দপ্তরের মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচ্চি এক প্রেস ব্রিফিংয়ে প্রস্তাবটিকে স্বাগত জানান। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। আলেসান্দ্রা ভেলুচ্চি বলেন, ‘আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে শান্তি প্রচেষ্টা নিয়ে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আমরা সব ধরনের মধ্যস্থতাকে স্বাগত জানাই। এবং অবশ্যই আমরা যে কোনো শান্তি পরিকল্পনাকে সহায়তা করতে প্রস্তুত, যার মধ্যে মানবিক সহায়তা প্রদানের বিষয়ও রয়েছে।’ প্রসঙ্গত, গাজা নিয়ে শান্তি চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সেখানে নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন তিনি নিজেই। তাকে সহায়তা করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ট্রাম্পের ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর প্রস্তাব পর্যালোচনা করছে...