বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৫৬ জন রোগী; মশাবাহিত এ রোগে মৃত্যু হয়েছে আরো তিনজনের। এ নিয়ে চলতি বছর হাসপাতালে মোট ৪৭ হাজার ৪৩২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। তাদের মধ্যে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় অন্য সব মাসকে ছাপিয়ে গেছে সেপ্টেম্বর। এ মাসে ১৫ হাজার ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; মৃত্যু হয়েছে ৭৬ জনের। এর আগে জুলাই মাসে ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ ছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন। জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪১ জনের মৃত্যু হয়েছিল।...