হোয়াইট হাউজ ২০ দফা প্রস্তাব হাজির করেছে যেটি গাজায় ইসরায়েলের যুদ্ধকে অবিলম্বে থামিয়ে দিতে পারে বলে দাবি করেছে তারা। এ যুদ্ধে ইতোমধ্যেই ৬৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর ফিলিস্তিনের ছিটমহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল জাজিরা লিখেছে, যদি উভয়পক্ষ এ পরিকল্পনা মেনে নেয় তাহলে যুদ্ধ অবিলম্বে শেষ হবে, গাজায় বন্দি জীবিত ও মৃত সব জিম্মিকে ৭২ ঘণ্টার মধ্যে ফিরিয়ে দেওয়া হবে আর ফিলিস্তিনি বন্দিরা মুক্তি পাবে। গাজা ভূখণ্ড সাময়িকভাবে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার দ্বারা পরিচালিত হবে যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না আর ইসরায়েল গাজাকে তাদের অংশভুক্ত করবে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এ পরিকল্পনা গ্রহণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু হামাসের কর্মকর্তা মাহমুদ মারদাওয়ি আল জাজিরাকে জানিয়েছেন, তারা এখনও গাজা শান্তি পরিকল্পনার লিখিত কোনো কিছু পাননি। গাজায় ইসরায়েলের...