খুলনা মহানগরীর গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারটি খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণ, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, উচ্চশিক্ষার পথ সুগম করা ও বিশ্ববিদ্যালয়ের কাক্সিক্ষত উন্নয়নের দাবিতে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি করেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনাবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসল। কিন্তু দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে এগিয়ে থাকলেও অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকরা আবাসন সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। আমরা এইসকল সমস্যার দ্রুত সমাধান চাই। নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় সংলগ্ন গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারটি অবিলম্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণের জোর দাবি জানিয়ে বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যেকোনো যৌক্তিক দাবির আন্দোলনে পাশে থেকে যথাসাধ্য ভূমিকা...