মাদাগাস্কার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। আফ্রিকার দক্ষিণ–পূর্ব উপকূলের বাইরে অবস্থিত এ দ্বীপ রাষ্ট্রটি ভৌগোলিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও সামাজিক অর্থনৈতিক সূচকে পিছিয়ে রয়েছে। বিশ্বব্যাংকের ২০২২ সালের পরিসংখ্যান অনুসারে দেশটির প্রায় ৭৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। এর মধ্যে গ্রামীণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিদ্যুৎ সুবিধা আছে মাত্র এক-তৃতীয়াংশ মানুষের, তাও অনির্ভরযোগ্য প্রতিদিন কয়েক ঘণ্টা বিদ্যুৎ থাকে না। পানি সরবরাহেও একই সংকট। রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠান জিরামা প্রায় প্রতিদিন বিভ্রাটের ঘোষণা দেয়। ফলে নাগরিক জীবনে অস্থিরতা দিন দিন বেড়েই চলেছে। চলতি মাসের সেপ্টেম্বরে তরুণদের নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ কোনো আকস্মিক ঘটনা নয়। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও মৌলিক সেবা সংকট থেকে জমা হওয়া ক্ষোভ একসময় বিস্ফোরণ ঘটায়।বিশেষ দিক হলো বিক্ষোভকারীদের অধিকাংশই তরুণ, বিশেষত জেনারেশন জেড । এ...