বিনোদন জগত মানেই আলো-ঝলমলে দুনিয়া। এই দুনিয়ার তারকাদের নিয়ে আলোচনা, সমালোচনা আর কৌতূহলের শেষ নেই। কখনো একটি ছোট ছবি, আবার কখনো সামান্য ভিডিও— মুহূর্তেই হয়ে ওঠে নেটিজেনদের আলাপের খোরাক। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ভ্রমণ সংক্রান্ত কিছু ভিডিও ঘিরে ঠিক এমনই বিতর্ক শুরু হয়। কেউ প্রশ্ন তুলেছেন, তিনি এত ভ্রমণ করেন কীভাবে, আবার কেউ সন্দেহ করেছেন তার আয়ের উৎস নিয়েই। তবে প্রভা চুপ থাকেননি। এক সাক্ষাৎকারে হাসিমুখেই তিনি বললেন—“আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আমি আসলে কম্পারেটিভলি ব্লেসড, কারণ আমার মা–বাবা দুজনই কর্মজীবী ও শিক্ষিত। ছোটবেলা থেকেই তারা আমাকে নিয়ে ঘুরতে যেতেন। মা–বাবা অনেক জায়গায় নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ।” এখানেই থামেননি তিনি। সমালোচকদের উদ্দেশে বলেন—“মানুষের হতাশা থেকেই এসব মন্তব্য...