মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা একটি মামলার নিষ্পত্তিতে ইউটিউব ২৪.৫ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার পর ইউটিউব ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করলে তিনি এ মামলা দায়ের করেন। মামলার সমঝোতার অংশ হিসেবে, ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেট ২২ মিলিয়ন ডলার ‘ন্যাশনাল মল ট্রাস্ট’-এ অনুদান হিসেবে দেবে, যা হোয়াইট হাউসে একটি বলরুম নির্মাণ প্রকল্প তদারকি করছে। বাকি ২.৫ মিলিয়ন ডলার যাবে অন্যান্য বাদীদের কাছে, যাদের মধ্যে আছেন আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন এবং লেখিকা নাওমি উলফ। আদালতের নথিতে বলা হয়েছে, ইউটিউব কোনো দায় স্বীকার করেনি। এই সমঝোতা মূলত মামলার জটিলতা ও উচ্চ ব্যয় এড়ানোর উদ্দেশ্যে হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ইউটিউবের বিজ্ঞাপন আয় ছিল প্রায় ৯.৮ বিলিয়ন ডলার, ফলে এ অর্থ পরিশোধ তাদের জন্য...