রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ। তবে প্রতীক নিয়ে জটিলতা থাকায় শিগগিরই এনসিপিকে চিঠি দেবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, নিবন্ধন পেতে ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। সেখান থেকে প্রাথমিক পর্যায়ে ২২টি বাছাই করা হয়েছে। অনুসন্ধান শেষে এনসিপি ও জাতীয় লীগ প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। বাংলাদেশ জাতীয় লীগ যে প্রতীক চেয়েছে তা ঠিক আছে। তবে এনসিপির প্রতীক নিয়ে জটিলতা থাকায় দলটির কাছে প্রতীক নিশ্চিতে চিঠি পাঠানো হবে। তিনি আরও জানান, তিনটি দল (বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ) ইসির পর্যবেক্ষণে রয়েছে। আর ৯টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত হবে। দলগুলো হলো- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ...